Call

সেগুলো রাসুলের বাণী নয়।যে হাদীসগুলো রাসুল (সঃ) বাণী হিসেবে প্রমান পাওয়া যায় সেগুলোই সহীহ হাদীস আর যেগুলোর প্রমান পাওয়া যায়না সেগুলো সহীহ হাদীস নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মুহাদ্দিসে কেরামদের নিকট হাদীস ৩ প্রকার। সহীহ, হাসান, জয়ীফ, এগুলো সব রাসূলের হাদীস হিসেবে গণ্য, এর বাহিরে যা অাছে সব জাল হাদীস, যা রাসূলের বাণী না। অার মর্যাদার দিক থেকে অাগে সহীহ হাদীসের মান, তারপর হাসান তারপর জয়ীফ। তথ্যসূত্র : উমদাতুল ক্বারী শরহে সহীহুল বুখারী।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ