আসংখ্য হাদীস ও কুরআনের আয়াত দ্বারা এটা প্রমাণিত যে,

সকল প্রকার গান (ইসলামিক গজল-নাথ ব্যাতিত যেটাতে

বাজনা নেই) সকল হারাম।

ব্যান্ড সংগীতে বাজনা ব্যবহার করা হয় এবং ইসলামিক নাথ নয় তাই

হারাম।

বিস্তারিত এখানে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ব্রান্ড সংগীতে বা গান-বাজনায় অবশ্য ইসলাম ধর্ম বিষয়ে কথা না থাকলেও ইসলামী শরীয়তে নিষিদ্ধ কথা আছে। মিথ্যা বলা কবিরা গুনাহ। আর প্রত্যেকটি গানেই মিথ্যা কথা থাকে। আর যে সকল বিষয় সম্ভব নয় তাও উল্লেখিত থাকে। গান-বাজনা মানুষকে আল্লাহর ইবাদত থেকে দূরে রাখে। তা ছাড়াও এতে মানুষ বিভিন্ন খারাপ কাজে উৎসাহিত হয়। আর ইসলামী শরীয়তে পর্দা গুরুত্বপূর্ন ইবাদত। কিন্তু গান-বাজনায় পর্দার খেলাপ হয়। তাই এ থেকে এটি বোঝা যায় গান বাজনা জায়েজ নয়। বরং তা একটি মারাত্নক গুনাহ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

একদা নবিজি হেটে যাওয়ার সময় গান বাজনার আওয়াজ  পান এবং তিনি দুই কানে আংগুল দিয়ে দোড়তে  থাকেন।যতক্ষণ না আওয়াজের বাহিরে চলে যাচ্ছেন।এই হাদিস থেকে ও বলা যাই সকল গান বাজনা হারাম। তবে নাতে রাসুল এবং ইসলামী সংগিত ব্যাতিত।   

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ