শেয়ার করুন বন্ধুর সাথে

মোহম্মদি মত অনুসারে বিতর নামাজ তিন রাকাত ৷ তবে এক রাকাত ও পড়া যাবে ৷ কারন বিতর শব্দের অর্থ বিজোর ৷ তাই এক রাকাত, তিন রাকাত, পাঁচ রাকাত পড়া যায়৷ পড়ার নিয়ম হচ্ছে এক টানে তিন রাকাত পড়তে হবে ৷ অর্থাৎ দুই রাকাত পড়ে মাগরিবের ফরজ নামাজের মত বৈঠক করা যাবে না ৷ আর দোয়া কুনুত পাঠ করতে হবে ৩য় রাকাতে রুকু থেকে দাড়িয়ে দুই হাত তুলে মুনাযাতের মত করে ৷ কুনুত পাঠ শেষ করে এরপর সিজদায় যেতে হবে ৷ এভাবেই বিতর নামাজ পড়া হয় মুহাম্মদী মতে ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ