মুখের ভিতর তালুর উপর ফুসকার মত এক বছর হয়ে গেছে আগে মাঝে মাঝে জালা পোরা করত এখন একটু বেশি করে । ডাক্তার দেখালে জালা পোরা কমে কিনতু কিছু দিন পর আবার জালা পোরা করে,  ফুসকার মত ক্ষতটা আগে যে ভাবে ছিল এখন ও সেই ভাবে আছে, এখন কোন বিভাগের ডাক্তার দেখানো উচিত ? অন্য কোন সমাধান বা পরামর্শ জানা থাকলে ও জানাবেন । অগ্রিম ধন্যবাদ ।


শেয়ার করুন বন্ধুর সাথে
utshobhj

Call

আপনি একজন ভাল দন্ত চিকিৎসক কে দেখান।দন্ত চিকিৎসক, শুধু দাত নয়, oral অর্থাৎ মুখের ভেতরকার যেকোন সমস্যাদি দেখে থাকেন।ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ