আউটসোর্সিং এর কাজ কী মেয়েরা করতে পারে.???

মানে মেয়ে রা কী এই কাজ করে.???

আমার ইচ্ছে আউটসোর্সিং এর কাজ করা

কিন্ত আমি জানি না মেয়ে রা এই কাজ করে কীনা.???

মূলত আউটসোর্সিং  এর কাজ কী.???

কী কাজ করতে হয়.????

প্রশিক্ষন নিতে হয় কোথা থেকে.???

বিস্তারিত জানালে উপকৃত হবো.????


শেয়ার করুন বন্ধুর সাথে
Indro paul

Call
হ্যা মেয়েরা আউটসোর্সিং এর কাজ করতে পারে বা পারবে। অনলাইন মার্কেটপ্লেসের হাজার হাজার কাজ থেকে নিজের যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট কোনো কাজ খুজে নেয়া ও সেটি সম্পাদন করার পর বায়ারের কাছ থেকে তার পেমেন্ট গ্রহন করার মাধ্যম যে উন্মুক্ত পেশা বা ফ্রিল্যান্সিং কাজের সৃষ্টি হয়েছে সেটিকে আউটসোর্সিং বলে। উক্ত কাজ করার জন্য কোনো ভালো আউটসোর্সিং প্রশিক্ষন কেন্দ্র থেকে প্রশিক্ষন নিতে হবে। আউটসোর্সিং করার জন্য সবথেকে ভালো মার্কেটপ্লেস:Upwork,odesk,elance এবং belancer(এটা বাংলাদেশী মার্কেটপ্লেস) এখানে বিভিন্ন ধরনের কাজের তালিকা পাওয়া যায়। যেমন:ওয়েবসাইট তৈরী, সফটওয়্যার তৈরী,প্রোগ্রামিং,ডেটাবেজ তৈরী ইত্যাদি। তবে নিজের যোগ্যতা অনুযায়ী কাজের Bid করতে হয়।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ