এমন অবস্থায় একজন হার্ড/কার্ডিওলজিও বিশেষজ্ঞ ডাক্তারের রুটিন মাফিক চলাফেরা খাওয়া দাওয়া এবং সার্বিক ভাবে জীবন যাপন করা উত্তম হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হজরত আইউব আলাইহিস সালাম দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হলে তাঁর বন্ধু-বান্ধবসন্তান-সন্তুতি সবাই দূরে সরে যায় অসুস্থতার পূর্বে আল্লাহ তাঁকে অগাধ ধন-সম্পদসহায়-সম্পত্তিদালান-কোঠাযানবাহনচাকর,নকর সবাই দান করেছিলেন অসুস্থ হওয়ার পর সবকিছুই তার শেষ হয়ে যায়  অসহায় অবস্থায় তিনি  দোয়া করেছিলেন ফলে আল্লাহ তাআলা তাঁকে পূর্বের ন্যায় সব কিছুই ফিরিয়ে দেন তাই এটা আমল করতে পারেন
দোয়াটি-
رَبِّ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ
উচ্চারণরাব্বি আন্নি মাসসানিয়ায যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন।
অর্থহে আমার প্রভুআমি দুঃখে কষ্টে পতিত হয়েছিতুমিইতো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। (সূরা আম্বিয়া : আয়াত ৮৩)
মহানবী
 (সা.) যেসব খাবার পছন্দ করতেন তার ১২টি খাবারের গুণাবলীর মধ্যো ১টি এখানে তুলে ধরা হলো :

 দুধ : দুধের খাদ্যগুণপুষ্টিগুণ  ভেষজগুণ বর্ণনাতীত আজ থেকে দেড় হাজার বছর আগে বিজ্ঞান যখন অন্ধকারে তখন প্রিয়নবী (সা.) দুধ সম্পর্কে বলেনদুধ হার্টের জন্য ভালো

এছাড়া ডাক্তারী মতে এগুলো খেতে বলেন

আমলকি/হলুদ/আদা/বিলবেরিলাল মরিচ/লাল মরিচ /সবুজ চাপুদিনা পাতা 

 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ