আমার প্রসাবে প্রায় দেখি লাল হয়, যখন বেশি পনি খাই তখন ঠিক থাকে, আমি প্রতিদিন 5 লিটারের মত পনি খাই সারাদিন মোটা মোটি ভালো থাকি, কিন্তু রাতে বা সকালে ঘুম থেকে প্রথম প্রসাব করলে দেখি আমর প্রসাব লাল হয়, আর গরম মনে হয়, তবে প্রসাব পুরো পুরি ক্লিয়ার হয়না,, আমি কি করবো বুজতেছিনা, তবে আমার আরো কিছু সমস্যা আছে, আমার প্রায় 1 বছর ধরে পেটে বেথা করে একবার এক যায়গা বেথা করে, তবে গ্যাষ্টিকের ঔষধ কেলে ভালো হয়,কিন্তু সব সময় আমার গ্যাস্টিকের ঔষধ খেতে হয়, আর এখন দেখি বেশির ভাগ আমর বুকের উপরে ডান পার্শে কামরায়, আর বুকের মাজ খানেও কামরায়,, আর সমস্যা আছে আমার টয়লেট করতে সমসয় 30 মি. এর মত লাগে এইটা আমার ছোট বেলা থেকেই, এখন টয়লেট করতে গেলে পেটে ব্যাথা করে, মাজে মাজে টয়লেট এর কালার চেঞ্জ হয়, টয়লেট হয় বেশির বাগ নরম, আর আমার সরির দুর্বল হয়ে পরছে, আমি দিনে দিনে শুকিয়ে যাচ্ছি, তবে আমর প্রসুর পরিমান ক্ষিদা লাগে 3 ঘন্টা পর পর খেতে ইচ্ছা করে, আমার খিদা টা খুব বেশি, প্লিজ আমার একটা সমাধান এনে দিন


শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call

মনে রাখবেন প্রস্রাব হলুদ এবং লাল দুটি

ভিন্ন কথা, পানি কম খেলে হলুদ হওয়াই

স্বাভাবিক, তবে লাল হওয়ার কথা নয়।

প্রস্রাবে সাথে রক্ত যাওয়ার উপস্থিতি থাকলে

প্রস্রাব লাল বা ঘোলাও হতে পারে।


আপনি প্রস্রাবে সমস্যা ও পেটের সমস্যা

ও শারীরিক দুর্বলতা সমস্যার জন্য একজন

মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী

প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করুন, এবং

সেই অনুযায়ী ঔষধ সেবন করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ