jony3532

Call

তাপ প্রয়োগে পদার্থের প্রসারণ ঘটে। হারিকেন কিছুক্ষ ণ জ্বললে চিমনির কাচ উত্তপ্ত হয় এবং প্রসারণ ঘটে। কিন্তু এই প্রসারণের পরিমাণ খুব কম বলে খালি চোখে তা বোঝা যায় না। এই উত্তপ্ত চিমনিতে পানি দিলে কাচের বাইরের অংশের সংকোচন ঘটে।কাচের ভেতরের অংশের প্রসারণ ও বাইরের অংশের সংকোচনের ফলে যে চাপ সৃষ্টি হয়, সেই চাপের ফলেই চিমনি ফেটে যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কাঁচ তাপের কুপরিবাহক হওয়ায় গরম কাঁচে পানি দিলে তা দ্রুত কাঁচের ভেতরের অংশে প্রবেশ করতে পারেনা। ফলে দুই বিপরীতমুখী বলের প্রভাবে কাঁচ ফেটে যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ