আমার কিছু প্রশ্ন অনুমোদন পায় না কেন? আর অনুমোদন পাইলেও দেড়িতে আসে কেন?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

নীতিমালা অনুযায়ী সঠিক,মানসম্মত,সঠিক শিরোনাম,যৌক্তিক,নির্ভুল বানান ও সঠিক বিভাগ নির্বাচন হলে সকল প্রশ্নই অনুমোদন পাবে।যদি প্রশ্ন অযৌক্তিক .অস্পষ্ট,শিরোনামহীন (হেল্প করেন,সাহায্য চাই,সঠিক উত্তর চাই,দ্রুত অনুমোদন চাই) ,ভ্রান্ত,বানান ভুল এবং নীতিমালা বিরোধী হয় তবে কখনো অনুমোদন পাবে না।তাই নীতিমালা অনুযায়ী প্রশ্ন করলে দ্রুত অনুমোদন পাবে। আর প্রশাসনে প্রচুর জ্যাম থাকে ফলে কিছু প্রশ্ন উত্তর অনুমোদন পেতে দেরি হয়ে যায়।এছাড়া প্রতিদিন প্রচুর প্রশ্ন রিভিউ করতে হয়।তাই দেরিতে প্রশ্ন অনুমোদন পাওয়ার জন্য চিন্তিত হবেন না।সকল প্রশ্নই অনুমোদন দেওয়ার জন্য এডমিনরা সর্বোচ্চ চেষ্টা করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ