PROSENJIT98

Call

নিয়মিত শরীর চর্চা করতে হবে।বিভিন্ন রকম ব্যায়াম অনুশীলন করতে।এবং প্রতিদিন নিয়মিত সকালে ও বিকালে বেশি করে হাঁটতে হবে।।।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Atiquzzaman

Call

বডি এবং হাতের পেশি চওড়া করার জন্য সবথেকে কার্যকারী ব্যায়াম হচ্ছে বুকডাউন। প্রতিদিন কমপক্ষে ২৫ বার বুকডাউন দিন। হঠাৎ করে একদিনে ২৫ বার দেওয়া সম্ভব নয় তাই প্রতিদিন একটু একটু করে অভ্যাস করুন। অর্থাৎ আজ ৫ বার কালকে ১০ বার তার পরের দিন ১৫ বার এভাবে প্রতিদিন ৩০ বার করে বুকডাউন দিন। এতে আপনার হাতের পেশি এবং বুক চওড়া হবে। এভাবে ২ মাস একটানা চালিয়ে গেলে আপনি নিজেই পরিবর্তন বুঝতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ