শব্দগত দিক থেকে দুটিই আলাদা শব্দ। হিন্দু শব্দের অর্থ নিশ্পাপ। আর সনাতন শব্দের অর্থ আদি বা আসল। তাই সনাতন হিন্দুধর্ম শিক্ষা হলো না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হিন্দু ধর্মকে হিন্দু ধর্মালম্বীরা চিরস্থায়ী হিসেবে বিশ্বাস করে, সেকারণেই একে সনাতন ধর্ম বলে। কিন্তু প্রত্যেকের কাছে তার নিজ নিজ ধর্ম চিরস্থায়ী। সবাই যদি নিজের ধর্মের নাম চিরস্থায়ী রাখে তবে তা কখনোই কারো কাছে গ্রহণযোগ্য হবে না। সেজন্য সবার ধর্মের আলাদা আলাদা নাম আছে। এখন আবার যদি শুধু হিন্দু ধর্মালম্বীরা যদি নিজেদের ধর্মের নাম সনাতন ধর্ম রাখে তখনও সমস্যা তৈরি হবে। তাই হিন্দু ধর্মের বইয়ে সনাতন ধর্ম শিক্ষা নাম না দিয়ে হিন্দু ধর্ম শিক্ষা দেওয়া হয়েছে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call


আসলে আপনারা যদিও বলে থাকেন সনাতন ধর্মের কিন্তু বাস্তবিক অর্থে আপনারা সনাতন ধর্মকে অনুসরণ করেন।  কিন্ত আপনারা ধর্মগতভাবে হিন্দু।  আপনাদের কিছু জিনিস যেগুলো সনাতন ধর্মকে মেনে চলে না। হিন্দুধর্মে ভারতীয় সংস্কৃতিকে প্রাধান্য দিয়েছে। যে জন্য সনাতন ধর্মে অনেক কিছু আপনাদের হিন্দু ধর্মে অমান্য করা হয়। মানে এক কথায় সকল হিন্দুধর্মের মানুষই সনাতন ধর্মালম্বী কিন্তু সকল সনাতন ধর্মের মানুষ হিন্দুধর্মের না।  আর পাঠ্যবইটা হিন্দুধর্মের নিয়ম-রীতিকে ভিত্তি করে লেখা হয়েছে এবং বেশিরভাগই হিন্দু তাই পাঠ্যবইটাও তাদের জন্যই তৈরি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

হিন্দু শব্দটি আসলে ভৌগলিকভাবে নির্দিষ্ট জাতি বা গোষ্ঠিকে বুঝায়। হিন্দুধর্ম বলতে আসলে কিছু নেই। সেটা হচ্ছে সনাতন ধর্ম বা বেদি ধর্ম। কিন্তু সকলে তা জানেনা। সকলে হিন্দুধর্ম নামেই জানে। তাই সমস্যা হতে পারে বলে হিন্দুধর্মই বলা হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এই উত্তরটি আমি খুব সহজে দিতে পারি, জানি না এত উত্তরের ভীড়ে পড়বেন কি না। 

সংস্কৃত ধর্ম বা, বাংলা ভাষায় ধর্ম শব্দের অর্থ কোন কিছু ধারণ করা। সনাতন শব্দের অর্থ চিরায়ত বা, শাশ্বত বা, প্রাচীন। 'হিন্দু' নামটি বহুদিন যাবত আরব আর, ইউরোপীয়রা ব্যবহার করেছে এই অঞ্চলের মানুষকে বুঝাতে। India নামটাও এভাবে এসেছে Indus Valley Civilization থেকে যার অবস্থান ছিলো বর্তমান পাকিস্তানে। হিন্দুস্থানি বলতে হিন্দি-উর্দুভাষী জনগোষ্ঠীকে বুঝায়, হিন্দুস্থান ওদের আবাসভূমির নাম। 

এবারে ধর্মে আসি, এখন ধর্ম শব্দের প্রায়োগিক অর্থ দাড়িয়েছে ইংরেজী Religion এর মতো। Religion  বলতে ঈশ্বরকেন্দ্রীক বিশ্বাস এবং আচার অনুষ্ঠানের সমষ্টিকে বুঝায়। এই উপমহাদেশের মানুষের প্রাচীন আচার অনুষ্ঠান পালন করেন হিন্দু ধর্মাবলম্বী যাদের বলি তারা। 

সুতরাং, সনাতন ধর্ম না বলে হিন্দু ধর্ম বললে সেটা ঠিক প্রয়োগ, অপপ্রয়োগ নয়। 

 

তথ্যসূত্রঃ হিন্দু ধর্ম - dhormo.info

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ