আমার বয়স ২২। আমার ধর্মে খৎনা জিনিস টা নাই। কিন্তু আমার খুবই সমস্যা হয় তাতে। আমি চাচ্ছি খৎনা করতে। তাতে কোনো সমস্যা হবে? প্লিজ উত্তর...????
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

চিকিৎসা বিজ্ঞানে পুরুষ লিঙ্গের খৎনা

একটি উপকারী বিষয়। মূলত সেই উপকারের

 সার্থেই ইসলাম ধর্মে এটিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

আপনি অমুসলিম হলেও কোন মেডিকেল বা

ক্লিনিকে খৎনা করাতে পারবেন। এতে আপনার

যৌন জীবন অনেক কল্যাণকর হবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

না তাতে কোন সমস্যা হবে না ৷ বরং লাভই হবে ৷ আপনি কোন ক্লিনিকে যোগাযোগ করুন ৷ ছোট্ট একটা অপারেশনের মাধ্যমে খৎনা করতে পারবেন ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ