আমি আমার স্ত্রি কি ভ্যালেন্টাইন্ডে তে গিফট দিতে চাই। কি গিফট দিব সাথে একটা গোলাপ ফুল থাকবে আমি তাকে নিজ হাতে দিব না। ফুল, গিফট তাদের গেটের উপর দিয়ে দড়ি বেদে গিফট ফুল এবং একটা চিঠি বেধে ঝুলিয়ে দিব। ভাল হবে না?  ভাই আমাকে একটা চিঠি লিখে দিবেন?


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

একটা মেয়ে তার বর এর কাছে থেকে দামী গিফট চাই না।

সামান্য কিছু পেলেয় তার কাছে সে সামান্য জিনিষ টা অনেক

দামী।

নিজের পছন্দ মত কিছু একটা দিন।

হতে পারে সো পিচ,কসমেটিক,শাড়ি ইত্যাদি।

আমার মনে হয় গিফট টা আপনি নিজে হাতে দিলে

ভালো হয়।

এতে রাগ করে যাওয়ার সম্ভাবনা আছে।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ