হ্যাঁ, প্রত্যেক দুই রাকাতে নতুন করে নিয়ত জরুরি। দলিল তো স্পষ্ট হাদিস: انما الاعمال بالنيات "সকল আমল নিয়তের ওপর নির্ভরশীল" (বুখারি) এক্ষেত্রে মূলনীতি হল- প্রত্যেক নামাজের জন্য আলাদা নিয়ত করতে হবে। তবে হ্যাঁ, নিয়ত আরবিতে করা কিংবা বাংলাতেও মুখে করা আবশ্যক নয়। নিয়ত মনের বিষয়। মনে মনে আপনার তারাবির নিয়ত থাকলেই যথেষ্ট।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ