বর্তমানে প্রচলিত আননি'মাতুল কুবরা আলাল আলাম ফি মাওলিদি সায়্যিদি উলদি আদম নামক গ্রন্থটি মূলত আরবী। এর বাংলা অনুবাদও বের হয়েছে। গ্রন্থটির রচয়িতা হিসেবে হাফেজ আহমাদ ইবনে হাজর আলহাইতামী রহ. এর নাম উল্লেখ করা হয়ে থাকে। গ্রন্থটি মূলত মিলাদ ও ঈদে মিলাদুন্নবী প্রমাণে লিখিত। আক্ষেপের বিষয় হলো, বিদগ্ধ উলামায়ে কেরামের বিশ্লেষণ মতে প্রচলিত এ গ্রন্থটি ইবনে হাজার হাইতামী রহ. এর নামে জাল করা হয়েছে। এ কাজটি করেছে তুরস্কের বিদাতী ঘরানার একটি প্রকাশনা সংস্থা। ইবনে হাজার হাইতামী রহ. এর মূল আননি'মাতুল কুবরা আর তাঁর নামে প্রচলিত এ আননি'মাতুল কুবরার মাঝে আকাশ পাতাল ব্যবধান রয়েছে। এ গ্রন্থটিতে মিলাদ ও ঈদে মিলাদুন্নবী প্রমাণে সাহাবায়ে করামের নামে জাল করা অসংখ্য বর্ণনা স্থান পেয়েছে। সুতরাং এ গ্রন্থটি থেকে দলীল গ্রহণ করা আদৌ বৈধ হবে না। এ বিষয়ে আরো জানতে নিচের লিংকটিতে প্রবেশ করা যেতে পারে। https://www.youtube.com/watch?v=JZyJ4XOIfK4
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ