Call
হাশরের দিন মুসলিম ব্যতিত অন্য 
কোন ধর্মের লোকের বিচার হবে না। 
প্রতিটি মুসলিমের বিচার 
আল্লাহ্‌ রাব্বুল আলামীন করবেন। 
ইসলাম ব্যতিত অন্য ধর্মের লোকের 
ঠিকানা আল্লাহ্‌ আগেই নির্ধারণ করে 
রেখছেন। তাই তাদের আর বিচারের
প্রয়োজন নাই।
উল্লেখ্য যে নিচের হাদিস এবং কোরআনের আলোকে প্রতিয়মান হয় যে অমুসলিমদের ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দেয়া হয়েছে।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
(مَنْ مَاتَ وَهُوَ يَدْعُو مِنْ دُوْنِ اللهِ نِدًّا دَخَلَ النَّارَ)
অর্থাৎ যে, ব্যক্তি এ অবস্থায় মারা যায় যে, সে আল্লাহ ব্যতীত অন্যকে সমকক্ষ দাঁড় করিয়ে তার কাছে সাহায্য চায়, তাহলে সে জাহান্নামের আগুনে প্রবেশ করবে। (বুখারী : ৪২২)
 অমুসলিমদেরকে  আল্লাহ তা‘আলা কুরআনে তাদেরকে কাফির বলে আখ্যা দিয়েছেন। অতঃপর বলেছেন :

﴿ إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ وَٱلۡمُشۡرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَآۚ أُوْلَٰٓئِكَ هُمۡ شَرُّ ٱلۡبَرِيَّةِ ٦ ﴾ [البينة: ٦] 

‘‘নিশ্চয় কিতাবীদের মধ্যে যারা কুফুরী করেছে, আর যারা মুশরিক তারা জাহান্নামের আগুনে চিরস্থায়ীভাবে থাকবে। তারাই হল সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম।’’ (আর বাইয়্যেনা : 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সব মানুষই হাশরের ময়দানে উপস্থিত হবে। চাই সে মুসলিম হোক বা ভিন্ন ধর্মাবলম্বী। বিচারও সবারই হবে। তবে কারো হবে বিস্তারিত সাক্ষ্য প্রমাণ- আমলনামা সহ। আর কারো হবে সরাসরি ফয়সালা বা রায়। অর্থাৎ, বিনা হিসাবে। সর্বোচ্চ মুত্তাকী মুসলমান ও বিশেষ মর্যাদাপ্রাপ্ত মুসলমান যাঁরা, তারা বিনা হিসাবে জান্নাতে যাবেন। আর অমুসলিম যারা, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। যারা ঈমানই আনেনি, তাদের হিসাব নিকাশের প্রয়োজন নেই। সরাসরি রায়- বিনা হিসাবে জাহান্নামি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ