শেয়ার করুন বন্ধুর সাথে
কাটা-ছিড়া এবং রক্ত বাহির হওয়ার সাথে রোজা ভঙ্গ হওয়ার কোন সম্পর্ক নেই। মানুষের মুখ থেকে শুনা যায় রক্ত বের হলে নাকি রোজা ভঙ্গ হয়ে যায় বা হালকা হয়ে যায়। এজাতীয় কোন কথা কোন বই-পুস্তকে লেখা আছে বলে আমার জানা নাই। রোজা রাখা অবস্থায় করো শরীর থেকে যতই রক্ত বের হোক না কেন তার রোজা ভঙ্গ হবে না। এমনকি কেউ যদি রোগের করনে ইনজেকশন ও নেয় তাহলেও তার রোজা ভঙ্গ হবেনা। আবার কোন কোন সমাজে প্রচলিত আছে ভূলে কোন কিছু খাওয়ার পর তা প্রচার করলে নাকি রোজা ভঙ্গ হয়ে যায়। এটাও ঠিক নয়। তাই আপনার রোজা ভঙ্গ হবার কোন করণ নেই। চাই আপনি বেন্ডেজ করুন বা নাই করুণ।

 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ