2017 সালে এস এস সি ইগজাম দিয়েছি।আমি সায়েন্সের ছাএ।আমার বিষয় মোট 14 টা তার মধ্যে 50 মার্কের দুইটা।আমি যদি 1।শারীরিক,2।তথ্য প্রযুক্তি,3।ক্যারিয়ার,4।4 subject,5।জীবে 80 পাই অর্থাৎ 5 টা বিষয়ে A+ পাই তারপর 6।ইসলাম,7।সমাজ,8।পদার্থ,9।রসায়ন,10।ইংরেজী প্রথম,11।বাংলা 2 য় এগুলোতে যদি 72 মার্ক পাই অর্থাৎ 6 টা বিষয়ে যদি A পাই আর 12।বাংলা প্রথমে =66,13।ইংরেজী 2 য় তে=60,14।গনিতে যদি 57 পাই তাহলে সবগুলো হিসাব করে আমার জিপিএ(GPA) কি আসতে পারে। আপনারা আমাকে শুধু জিপিয়ে বেড় করে দিবেন
Share with your friends
আপনি GPA 4.39 পাবেন ।
Talk Doctor Online in Bissoy App
Call

ভাই, প্রথমে আপনি ৮০-১০০=৫, ৭০-৭৯=৪, ৬০-৬৯=৩.৫, ৫০-৫৯=৩, ৪০-৪৯=২, ৩৩-৩৯=১ আর পূর্ণমান যদি ৫০ হয় তবে ৪০-৫০=৫, ৩৫-৩৯=৪,৩০-৩৪=৩.৫ ২৫-২৯=৩, ২০-২৪=২, ১৭-১৯=১ অপসনাল সাবজেক্ট এ যদি ৫ পয়েন্ট পান সেখান থেকে ২ পয়েন্ট বিয়োগ করবেন, যেমন ৫-২=৩। এখন আপনি-সব পয়েন্ট যোগ করবেন এবং যোগফলকে অপসনাল সাবজেক্ট ছাড়া মোট সাবজেক্ট সংখ্যা দিয়ে ভাগ করবেন এরপর প্রাপ্ত ভাগফল হলো আপনার GPA পয়েন্ট। ধরুন- 83=5, 85=5, 90=5, 82=5 70=4 76=4 78=4 72=4 52=3 55=3 63=3.5 এবং [পূর্ণমান 50 হলে] 42=5 38=4। এবং অপসনালে পেলেন 82=5-2=3 এখন মোট পয়েন্ট হলো 5+5+5+5+4+4+4+4+3+3+3.5+5+4=54.5 এবং অপসনাল এর 3 মিলে হলো 54.5+3=57.5। এখন মোট সাবজেক্ট হলো 13 সুতরাং ১৩ দ্বারা ভাগ করে পাই=57.5 ভাগ 13=4.42 অতএব GPA হলো 4.42।এখনই আপনার GPA হিসাব করে দেখুন পারেন কিনা। অথবা যোগাযোগ করুন 01818135130 এই নাম্বারে।

Talk Doctor Online in Bissoy App
MdMahiuddin

Call

রেজাল্ট ৫.৫৪ হবে। কারণ ৫টি তে প্লাস বাংলা ১ম ও ২য় মিলে বাংলা এবং ইংরেছি ১ম ও ২য় মিলে ইংরেজি নিয়ে মোট ৬ টি তে পেয়েছেন এ।গণিতে এ-। যোগ করলে ৫২ হয়।২ পয়েন্ট বাদ ফোর সাবজেক্টের।৫০ কে ১১ দিয়ে ভাগ করলে হয় ৪.৫৪।এতএব আপনার রেজাল্ট জিপিএ ৪.৫৪ হবে।

Talk Doctor Online in Bissoy App