হ্যাঁ, কুরআন হাদিসের আলোকে বোঝা যায়, কার বিয়ে কার সঙ্গে হবে, তা আগে থেকেই নির্ধারিত। হাদিসের ভাষ্য অনুযায়ী- একজন মানুষের জন্মের আগেই তার তাকদির লেখা হয়। আর তাকদির অনুযায়ীই সবকিছু হয়ে থাকে। তবে তাকদির অনুযায়ী সবকিছু হওয়ার অর্থ এ নয় যে, আল্লাহ লিখে দিয়েছেন- তাই হতে বাধ্য। বরং এটার অর্থ হল- আল্লাহ তাআলা সৃষ্টির আগেই তার পুরো জীবন সম্পর্কে জেনে গেছেন। তাই সে কোন সময় কী করবে, সবকিছু লিখে দিয়েছেন। পরবর্তীতে এ অনুযায়ীই সবকিছু সংঘটিত হয়। কেননা, আল্লাহর জানার মধ্যে কোনো ভুল নেই, তিনি সর্বজ্ঞ। বিয়ের ব্যাপারটাও এরকম। আল্লাহ তাকে সৃষ্টির আগেই জেনেছেন, সে অমুককে বিয়ে করবে। তো আল্লাহ সেটা তাকদিরে লিখে দিয়েছেন। তাই বর্তমানে বিষয়টা নির্ধারিতই বলা যায়। এজন্য বলা হয়ে থাকে- "জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিন বিষয় নিয়ে, কারো কথা চলে না।" ...

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
MdAnisHosen

Call

হ্যাঁ আল্লাহ আগে থেকে নির্ধারিত করেছেন হাদিস তাই বলে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ