প্রথমত মনে রাখা দরকার ইসলাম নারী পুরুষের প্রেম ভালোবাসাকে সমর্থন করে না, ইসলামের দৃষ্টিতে এটা অত্যন্ত কঠিন পাপ এবং এর শাস্তি ভয়াবহ, কারণ এর প্রতি আকৃষ্ট হয়ে যিনায় লিপ্ত হয়ে যায় ছেলে মেয়েরা। আর আপনি নিজেই মেয়েটার সাথে যিনা করেছেন আর মেয়েটা আগে আপনার সাথে যিনায় লিপ্ত হওয়ার আগেই যিনায় লিপ্ত ছিল।আপনারা যিনায় লিপ্ত হয়ে যে পাপ করেছেন তার শাস্তি অত্যন্ত ভয়াবহ। মহান আল্লাহ পবিত্র কোরআনে ব্যভীচার তথার যিনার শাস্তি অত্যন্ত পরিষ্কারভাবে বর্ণনা করেছেন,মহান আল্লাহ বলেন-“ব্যভিচারী ও ব্যভিচারিণী উভয়কে এক’শ ঘা করে বেত্রাঘাত কর। আল্লাহর বিধান কার্যকরী করবে এদের প্রতি দয়া যেন তোমাদের অভিভূত না করে। যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী হয়ে থাক। ঈমানদারদের একটি দল যেন এদের শাস্তি প্রত্যক্ষ করে।” (সূরা আন নূর ২৪:২) এটা হলো ইহকাল তথা দুনিয়ার শাস্তির বর্ণনা,আর পরকালের শাস্তি তো আর ও ভয়াবহ হবে।আল্লাহর দরবারে তাওবা করে ক্ষমা প্রার্থনা করেন।আল্লাহ তাআলা তাওবা কারীর তাওবা কবুল করেন যদি সেই তাওবা একনিষ্ঠভাবে হয়। আর আল্লাহ কি ক্ষমা করবেন এটা কখনো ভাববেন না।মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন-"( লা থাকনাতু মির-রাহমাতিল্লা) বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ো না" অর্থাৎ আপনি হাজার পাপ করে থাকেন না কেন মনে রাখবেন আল্লাহর করুণা তার চেয়ে হাজার,হাজার কোটি গুণ বেশি।তাই আল্লাহর রহমতের উপর বিশ্বাস করে একনিষ্টভাবে তাওবা করুন।নিশ্চয় আল্লাহ আপনার তাওবা কবুল করবেন। ইসলামের অনুশাসন সবসময় মেনে চলুন জিবনের স্বার্থকতা উপলব্ধি করতে পারবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ