শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সূর্য সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, والشمس تجرى لمستقرلها "সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে। (সূরা ইয়ািসন:৩৮) সুতরাং সূর্যের ঘূর্ণায়ন প্রমাণিত হলো। আর পৃথিবীর র্ঘূণনের ব্যাপারে সরাসরি কোন আয়াত বা হাদিস আমাদের নজরে পড়েনি। কিন্তু সূরা ইয়াসের এক আয়াতে বলা হয়েছে-كل فى فلك يسبحون "প্রত‌্যেকে নিজ নিজ কক্ষে বিচরণ করে। فلك(ফালাক) হলো সেই বৃত্ত যাতে কোনো গ্রহ বিচরণ করে। এ হিসাবে প্রথিবীর প্রদক্ষিণও সাব্যস্ত হয়। আর আজকের বিজ্ঞানও এটিকে সমর্থন করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ