জুমার পর মিলাদ বা দোয়া দরুদের বিষয়

কোনো হাদিসে নেই। আর এটা রাসুলুল্লাহ

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে 

কেরাম কেউই করেননি।

তবে কেউ যদি এটাকে আবশ্যক মনে না করে

এবং নিয়ম না বানিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু

আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পড়ার নিয়তে 

এটা করে ফেলে, তাহলে সমস্যা নেই। সে

দরুদ পড়ার সোয়াব পাবে।

কিন্তু আজকাল এটা আর এ অবস্থায় নেই।

এখন সবাই এটাকে নিয়ম বানিয়ে ফেলেছে 

এবং রসুম রেওয়াজে পরিণত হয়েছে। তাই

বর্তমানের অবস্থার ওপর চিন্তা করলে এটাকে

বিদআত বলা ছাড়া কোনো উপায় নেই।

সুতরাং এমন আমল পরিত্যজ্য। 

আর হাদিস থেকে বোঝা যায়, দরুদের আমল 

একা একা করতে হয়। তাই এমন সম্মিলিত

রসুম না বানিয়ে একা একা দরুদ পড়াই

কর্তব্য। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ