শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এ ধরনের কোন বিধান ইসলামে নেই। আর ইসলামে নেই, এ ধরনের কোন কাজ দ্বীনের মধ্যে সংযোজন করাই হচ্ছে বিদ'আত। হাদীসে এসেছে.. রাসূল (সাঃ) এরশাদ করেন, ((من عمل عملا ليس عليه أمرنا فهو رد)) অর্থাৎ "যে ব্যক্তি এমন কোন আমল করলো যে ব্যাপারে আমার কোন নির্দেশ নেই, তা পরিত্যাজ্য" (সহীহুল বুখারী, হা/৪৫৯০)। তবে আনুষ্ঠানিকতা ছাড়াই কেউ যদি গরীব-অসহায় ব্যক্তিকে খাওয়াতে চায়, অবশ্যই তা বিরাট নেকীর কাজ হবে ইনশাআল্লাহ। (আল্লাহই অধিক অবগত)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ