পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য: পিতা মাতার কথা মেনে চলতে হবে কারণ পিতা মাতা সন্তানকে জন্ম দেই।তাদের আদেশ নিশেদ মেনে চলা সন্তানের কর্তব্য।পিতা মাতার পায়ের নিচে সন্তানের জান্নাত বা সর্গ। সন্তানের প্রতি পিতা মাতার কর্তব্য:সন্তানের দেখাশুনা করা।তাদের কে সৎ কাজে আদেশ করা অসৎ কাজে নিশেদ করা।ছেলে ও মেয়ে উভয় সন্তানকে সমান চোখে দেখা।নিজের যা আছে তা সান্তাদেরকে সমান ভাগে ভাগ করে দেওয়া।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ