usmanahmad

Call

জাতির আরবি হলো মিল্লাত।আল্লাহ বলেন "মিল্লাতা আবিকুম

ইবরাহীম ", মুসলিম জাতির 'জাতির পিতা' হচ্ছেন ইবরাহীম আ.।

কারণ বর্ণিত "হুয়া সাম্মাকুমুল মুসলিমিন"।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মানব জাতির পিতা হযরত আদম (আঃ)

বাঙালী জাতির পিতা বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (আপনার পূর্বে লিখিত প্রশ্নটির প্রেক্ষিতে "বাঙ্গালী জাতির পিতা কে?")

এখানে মানব জাতির পিতা এবং বাঙালী জাতির পিতা, "পিতা" শব্দটি শুনতে এক মনে হলেও এখানে পিতা বলার পেছনে যথেষ্ট পার্থক্য ও কারন আছে। হযরত আদম (আঃ) হলেন সমগ্র মানব জাতির প্রথম পুরুষ। সে হিসেবে তিনি হলেন সমগ্র মানব জাতির পিতা। কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্র গঠনের পেছনে যার অবদান রয়েছে তিনি হলেন শেখ মুজিবুর। এদিক দিয়ে তিনি হলেন আমাদের দেশ বাংলাদেশের জন্মদাতা তথা এই জাতির জন্মদাতা। আশা করি বুঝেছেন। এখানে পিতা শব্দটি আলাদাভাবে ভিন্ন অর্থ বহন করে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ