হ্যাঁ, থাকবে।

যিনা করার কারণে বিবাহবন্ধন ছিন্ন হয় না।

তবে এতে তার মারাত্মক কবিরা গুনাহ হবে। একজন অবিবাহিতের যিনার চেয়ে অনেক বেশি পাপ হবে।

কারণ, ইসলামি শরিয়তে একজন অবিবাহিত লোকের যিনার শাস্তি হল একশো বেত্রাঘাত। সে জায়গায় একজন বিবাহিত লোকের যিনার শাস্তি হল প্রস্তারাঘাতে মৃত্যুদণ্ড!! সুতরাং যে গুনাহের কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেটা কত বড় পাপ, বুঝতেই পারছেন! 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

যিনা একটি মারাত্নক শাস্তিযোগ্য অপরাধ। তবে বিবাহ বন্ধন ত্যাগের সাথে যিনার কোন সম্পক্য' নাই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ