monsur14

Call

ছোট শিশুর মা চরম পুলক পাইবে এটা আল্লাহ র দান, কারণ সন্তান প্রসব কালীন ক্ষতি জরায়ুর ক্ষতি এভাবে পূরন হবে|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

যেহেতু আল্লাহ যৌনসুখ বা চরম পুলকের ব‍্যাপারটি কেবল স্বামী-স্ত্রীর যৌন মিলনের মধ‍্যেই সীমাবদ্ধ রেখেছেন, সেহেতু স্বামী-স্ত্রীর স্বাভাবিক যৌনমিলন ব‍্যতীত অন‍্য কোনো উপায়ে বা অন‍্য কারো মাধ‍্যমে যৌনসুখ লাভ করা ইসলামে হারাম। সকল স্বাভাবিক পন্থা, ভালো কাজ, কথা বা অভ‍্যাসই ইসলামে জায়েজ। আর সকল বিকৃত পন্থা, মন্দ কাজ, কথা বা অভ‍্যাসই ইসলামে নাজায়েজ। যেহেতু ইসলামে সন্তানের মাধ‍্যমে যৌনসুখ লাভ করা যায় না, কেবল স্বামীর মাধ‍্যমেই করা যায়, সেহেতু আপনার ছোট্ট সন্তান যখন আপনার পবিত্র দুগ্ধ পান করে, সেই সময় পবিত্র শান্তি তথা স্বাভাবিক শান্তি ব‍্যতীত যৌনসুখ তথা চরম পুলক লাভ করা অবশ‍্যই ইসলামে অগ্রহনযোগ‍্য। ➡কেনো আপনার এমন সমস‍্যা হচ্ছেঃ আপনি আপনার স্বামীর সাথে যৌনমিলনের সময় স্বামীর দ্বারা আপনার স্তন চোষান এবং যৌনসুখ লাভ করেন। ফলে আপনার সন্তান হওয়ার পর যখন সন্তান স্তন চুষে দুগ্ধ পান করছে, তখনো আপনি এমন যৌনসুখ লাভ করছেন। এটা হচ্ছে বিকৃত যৌনাচারের ফল। ➡এমন সমস‍্যা থেকে বাঁচার জন‍্য আপনাকে যা যা করতে হবেঃ ১। স্বামীকে দ্বারা কখনো স্তন চুষানো যাবে না। ২। স্বামীকে কখনো দুগ্ধ পান করতে দিবেন না। ৩। শুধুমাত্র স্বামীকে দ্বারা স্তন টিপাতে পারেন এবং বোঁটা ব‍্যতীত স্তনের আশে-পাশে লেহন করতে বলতে পারেন। ৪। সন্তান যখন দুগ্ধ পান করবে, তখন অন‍্যমনষ্ক হবেন না বা কল্পনায় বিভোর হবেন না। ৫। সবসময় খেয়ালী হয়ে আপনার ছোট্ট শিশুকে দুগ্ধ পান করাবেন। বেখেয়ালীপনা ইসলামে অগ্রহণযোগ‍্য। ৬। যখন শিশু স্তন দুগ্ধ পান করতে থাকবে, তখন তার দিকে পবিত্র দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। ভাববেন, আপনার পবিত্র সন্তান আপনার পবিত্র স্তন পান করছে (যা একমাত্র আল্লাহ আপনার ছোট্ট শিশুর জন‍্যই দিয়েছেন, আপনার স্বামীর জন‍্য নয়)। ৭। একজন ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়াতে গিয়ে একজন নেককার বান্দা যেই আনন্দ পায়, আপনার ক্ষুধার্ত শিশু যখন আপনার দুগ্ধ পান করবে, আপনি তখন সেই পবিত্র আনন্দ, সুখ বা শান্তি লাভ করবেন বা করার চেষ্টা করবেন। কিন্তু যৌনসুখ বা চরম পুলক নয়। ৮। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। কুরআন, হাদীস পড়ে ধর্মীয় বিধি-বিধান মেনে চলবেন। তাহলে আল্লাহ আপনাকে হারাম থেকে বাঁচতে সাহায‍্য করবে। ➡সমাজে আজ বিকৃত যৌনাচার, বিকৃত যৌনসুখ, পারিবারিক চটি বা পারিবারিক খারাপ কাজ, পারিবারিক স্বপ্নদোষ, পর্ণ আসক্তি, হস্তমৈথুন আসক্তি ইত‍্যাদি পরিলক্ষিত হচ্ছে, যা ইসলামে কোনোভাবেই গ্রহণযোগ‍্য নয়। আল্লাহ পবিত্র কুরআনে অশ্লীলতার ধারে-কাছে যেতে বান্দাকে নিষেধ করেছেন। তাই আমাদেরকে কুরআন-হাদীস মোতাবেক চলাফেরা করতে হবে এবং সবসময় মনে-মুখে নীরবে আল্লাহ নামটি জপে আল্লাহকে স্মরণ রাখতে হবে। আল্লাহ আমাদের সকলের সহায় হোন। আমিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ