Call

এমন হিসাব করলে তো দুনিয়ার সব টাকাই হারাম, এটা কোন টাকা দেওয়া হয় এটা কেউ বলতে পারে না, সেক্ষেত্রে এটি হারাম নয় কারন পরিশ্রম করে যে টাকা আয় করা হয় সেটা হালাল। সরকার যে টাকাই প্রদান করেন না কেন সেটা আপনার হালাল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

পরিশ্রম করে সম্পদ আহরণ করাটা ইসলাম সম্পূর্ণভাবে সমর্থন করে। এ ক্ষেত্রে কোন দ্বিমত নেই। কিন্তু সেই পরিশ্রমটি যদি এমন পথে হয় যা ইসলাম সমর্থন করে না, তাহলে সেই পরিশ্রমটি বৃথা যাওয়া চাড়া আর কিছুই হয় না। সুতরাং আপনি আপনার প্রশ্নের উত্তরের জন্য কয়েকটি সাজেশন্স দিব । তারপর আপনি নিজেই বাছাই করে নিন- 1. বর্তমানে আমরা যে সরকারের আন্ডারে রয়েছি সেটা ইসলামি সরকার নয় । কেননা তারা আল্লাহর আইনের বিপরীতে নিজেদের বানানো আইনকে বাস্তবায়ন করেছে । আর যারা এ কাজ করে এবং যারা এ কাজে সহযোগিতা করে তারা সবাই তাগুত । 2. আপনার অর্থটা সুদের কাজে সহযোগিতা করা হচ্ছে । আর ইসলাম এটাকে সমর্থন করে না। 3. আপনার প্ররিশ্রমের টাকাটা সরকার জোর করে আটকে রেখে দিচ্ছে এবং সরকার আপনার টাকার সুদ থেকেই আপনাকে বেতন দিচ্ছে । সুতরাং আপনি আরো ভালো করে চিন্তা করে দেখুন - আপনার জন্য এটা কতটুকু বৈধ হচ্ছে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ