শেয়ার করুন বন্ধুর সাথে

পৃথিবী যদি হঠাত্‍ ঘুরা বন্ধ করে দেয় তাহলে পৃথিবীর ভিতর সকল কিছু বাতাসে উড়তে থাকবে। পৃথিবী প্রতি ঘন্টায় ১৬৭৫ কিমি বেগে ঘুরতেছে। হঠাত্‍ সেই ঘুরাটা অফ করে দিলে এরুকুম টা হওয়া অস্বাভাবিক কিছু না। যেমন করে একটি বাস যদি ওভার স্পীডে চলতে থাকে হঠাত্‍ কোন গাছের সাথে ধাক্কা খায় তাহলে ভেতরে থাকা যাত্রীগুলোর কি হবে? নিশ্চয় তারা বাসের গ্লাস ভেঙে ছিটকে পড়বে। ঠিক এরুকুমটাই হবে যদি পৃথিবী হঠাত্‍ থেমে যায়। এ ব্যাপারে আরো বিস্তারিত তথ্য আছে। সময়ের অভাবে তা লিখা সম্ভব হচ্ছেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

তাহলে দিন রাত কিছু হতো না। হয় শুধু দিন থাকতো অথবা শুধু রাত হতো। ঋতুও পরিবর্তন হতো না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

পৃথীবি যদি এখন এই সময় ঘুর্ণন বন্ধো করে দেয় তাহলে পৃথীবি এখন যে অবস্থায় আছে ঠিক তেমনি রয়ে যাবে । থেকে যাবে কোথায় রাত আর কোথায় দিন এবং কোথায় বিকাল আর কোথায় সকাল । ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

পৃথিবীর ঘূর্ণন ১ সেকেন্ডের জন্য বন্ধ হলেও কি হবে তা তুলে ধরা হয়েছে এই ভিডিও সিমুলেশনে।

http://m.youtube.com/watch?v=R3jf8yGgiNI


এছাড়াও পৃথিবী ক্রমাগত দিন রাতের আবর্তন বন্ধ হয়ে যাবে। একাংশ সর্বদা অন্ধককারে থাকায় ঐ অঞ্চলের গাছপালা ও প্রাণীকূল ধ্বংবংস হয়ে যাবে। ঋতু পরিবর্তন ঘটবে না। এক কথায় একটি অকল্পনীয় বিপর্যয়ের সম্মূখীন হতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ