শেয়ার করুন বন্ধুর সাথে

পৃথিবী যত জোরে বা দ্রুতই ঘুরোক না কেন,

আমরা ছিটকে পড়ব না। কারণ, ভূপৃষ্ঠে

অবস্থানের কারণে পৃথিবীর সঙ্গে সঙ্গে

আমরাও ঘুরব। আর একটা থিওরি হল-

"ঘূর্ণন থাকলে পতন ঘটে না।" তাই আমরা

ছিটকে পড়ব না। চাই পৃথিবী যত দ্রুতই

ঘুরোক না কেন!! 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রায় চব্বিশ ঘণ্টায় পৃথিবী নিজ অক্ষের চারদিকে একবার ঘুরে আসে। এই ঘূর্ণন গতি সেকেন্ডে প্রায় 29.78 কিঃমি । . কিন্তু এত জোরে যে ঘুরপাক খাচ্ছি সেটা আমরা বুঝতেই পারি না। কারণ হলো পৃথিবীর প্রবল মাধ্যাকর্ষণ শক্তি আমাদের শক্তভাবে টেনে ধরে রাখে। তাই আমরা নিরাপদে পৃথিবীতে শুয়ে-বসে দিন কাটাতে পারছি । . যদি ঘূর্ণনগতি বাড়তে থাকে তবে সঙ্গে সঙ্গে আমাদের কেন্দ্রাতিগ শক্তি বাড়বে এবং এর ফলে একসময় পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিজনিত ত্বরণের সমান ও বিপরীত ত্বরণের উদ্ভব ঘটবে । . সে হিসেবে বলা যায় পৃথিবী যদি আরো জোরে ঘুরে ১ ঘণ্টা ২৪ মিনিটে নিজ অক্ষরেখার চারদিকে একবার ঘুরে আসত অর্থাৎ পৃথিবীর ঘূর্ণন বেগ যদি প্রায় 17-18 গুণ বেশি হতো তাহলে মাধ্যাকর্ষণ বল অকার্যকর হয়ে যেত । . সেক্ষেত্রে ভূপৃষ্ঠের সকল বস্তু, মানুষজন ওজনহীন হয়ে পড়ত । এর চেয়েও হালকা বেশি জারে ঘুরলে ভূপৃষ্ঠের সবকিছুই মহাশূন্যে ছিটকে পড়ত । . তথ্যঃ বিজ্ঞানের রাজ্যে রহস্যভেদ , Quara

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ