এটা নিশ্চিত করে বলা যায় না ।

সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা।

হাদিসে অবশ্য জান্নাতে যাওয়ার কথা

বলা হয়েছে। কিন্তু সাথে তার ঈমান 

আমল ঠিক থাকতে হবে। অন্যথায়

শুধু একবার ইসতেগফার পড়লেই

যদি জান্নাত পাওয়া যেত, তাহলে ঈমান, 

নামাজ, রোজা ইত্যাদি আর লাগত না।

অথচ ওইগুলো হল আসল।

হ্যাঁ, যদি তার ঈমান আমল ঠিক থাকে,

তাহলে আশা করা যায়, সে জান্নাতী হবে

এবং কবরের আযাবও মাফ হবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ