Jamiar

Call

যদি প্রথমবার মিলনে কনডম না নিয়ে প্রেগন্যান্সি রোধ করতে চান তাহলে অবশ্যই ইমার্জেন্সি পিল বা স্বল্পমেয়াদী পিল খেতে হবে।তবে ইমার্জেন্সি পিল মিলনের ৭২ ঘন্টার মধ্যেই ১ টি পিল সেবনেই যথেষ্ট হবে।তবে যদি আপনি স্বল্পমেয়াদী পিল খেতে  চান তাহলে এই পিল মিন্সের সময় হতে খাওয়া শুরু করতে হয়। শুধু মিলনের সময় বা মিলনের পর স্বল্পমেয়াদী পিল গুলো খেলে প্রেগন্যান্সি রোধে কাজ করবে না। সুতারাং মিলনের পর পরেই প্রেগন্যান্সি রোধ করতে চাইলে ইমার্জেন্সি পিল খেতে হবে। তবে এসব পিল খুবেই ক্ষতিকর স্বাস্থ্যের জন্য। সেদিকে লক্ষ রেখেই এসব পিল না খাওয়া অনেক উত্তম, তাই সর্বদাই মিলনে কনডম রাখা উত্তম যা পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত। তাছাড়া যদি আপনি স্বল্পমেয়াদী পিল খেতে চান তাহলে আপনার মিন্সের ২য়--৫তম দিনের মধ্যেই যেকোন দিনে স্বল্পমেয়াদী ফেমিকন, মিনিকন ইত্যাদি স্বল্পমেয়াদী পিল গুলো খেতে পারেন তবে এসব পিলেও সাইট অফেক্ট আছে যা অসহনীয় হলে চিকিৎসক এর পরামর্শ নিবেন।

পরবর্তীতে কিছু জানার থাকলে প্রশ্ন করুন। ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ