Call

জ্বীনের বুদ্ধি বেশি না তবে জ্বীন দুইটা জিনিস আল্লাহ্‌র কছে ছেয়েছেন এক মানুষকে দেখবে দুই মানুষের সাথে সব জায়গায় তাকবে কিন্তু মানুষ তাকে দেখতে পাবে না।

বিস্তারিত সূরা-আ"রাফ; (আয়াত- ১১-১৫) পর্ব ৩।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ভাই! শুধু বুদ্ধি এবং শক্তিই  শ্রেষ্ঠত্বের  মানদণ্ড নয়। সামগ্রিক বিবেচনায়  শ্রেষ্ঠত্বের মানদণ্ড রচিত হয়। একটি হাতির শক্তি মানুষের চেয়ে অনেক বেশি। তুলনামূলক একটি পীপিলিকার বুদ্ধি মানুষের চেয়ে খুব বেশ কম নয়। তাই হাতি আর পীপিলিকার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়ে যাবে না। সর্বদিক বিবেচনায় মানুষ শ্রেষ্ঠ। বিচ্ছিন্ন কোন দিক বিবেচনায় অন্য কোনো সৃষ্টজীব শ্রেষ্ঠ হয়ে যেতে পারে। উপরন্তু মানুষের চেয়ে জিন জাতির বুদ্ধি বেশি এ তথ্য তো স্বীকৃত নয়।  শক্তিতে হয়তো তার বেশি বলিয়ান হতে পারে কিন্তু বুদ্ধিতে মানুষের চেয়ে বেশি বলিয়ান নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ