আপনাকে কোন সালাত কাযা আদায় করতে হবেনা, কেননা কাযা আদায়ের কোন বিধান কুরান-হাদীস দ্বারা সমর্থিত নয়। নির্ধারিত সময়ে আদায় না করলে তা পড়ে কোন লাভ নেই। তবে ঐ সালাত আদায় না করার জন্য যদি আপনার মনে পাপ বোধ জাগ্রত হয়ে থাকে, তবে সালাতে বসে সহিহ নিয়তে তওবা করুন এই বলে, "হে আল্লাহ! তোমার আদেশ অমান্য করে আমি অন্যায় করেছি। তুমি আমাকে ক্ষমা কর। আমি বাকী জীবনে আর কোনদিন ইচ্ছে করে সালাত কাযা করব না"

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

পুবে'র কাজা নামাজ আদায় করতে পারলে সবচেয়ে উত্তম। তবে সে ক্ষেত্রে হিসাব রাখতে হবে যত বছর নামাজ কাজা হয়েছে তত:বছর কাজা আদায় করা। প্রতি ওয়াক্তের সাথে কাজা নামাজ আদায় করলে হিসাবটা সহজ ও সঠিক হয়। আর নিয়তের ক্ষেত্রে উমরে কাজা কথাটা উল্লেখ করতে হবে। নিশ্চই আল্লাহ ক্ষমাশীল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ