Robiulkhan

Call

আপনার কম্পিউটারের র্যাম কতটুকু ব্যাবহার হয়েছে আর কতটুকু খালি আছে, তা দেখতে নিচের ধাপগুলি অনুসরন করুন: ১. Start বার (বা কম্পিউটারের ঘড়ি) -র উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন। ২. Start Task Manager এ ক্লিক করুন। [Windows Task Manager ওপেন হবে] ৩. Performance ট্যাবের উপর ক্লিক করুন। ৪. এখানে Physical Memory (MB) এর আন্ডারে... - Total - আপনার কম্পিউটারের মোট মেমোরি - Cached - সিস্টেম রিসোর্স দ্বারা ব্যাবহৃত মেমোরি - Available - প্রসেসর, ড্রাইভার বা অপারেটিং সিস্টেমের তাৎখনিক ব্যাবহারের জন্য খালি র্যাম - Free - যা পুরোপুরিই খালি আছে এইগুলিই আপনার কম্পিউটারের র্যাম কতটুকু ব্যাবহার হয়েছে আর কতটুকু খালি আছে, তার তথ্য।

Talk Doctor Online in Bissoy App