আমার নামে কি উইকিপিডিয়া খুলতে পারবো..?
Share with your friends

উইকিপিডিয়া হলো একটি মুক্ত বিশ্বাকোষ। এখানে আপনি নিজে আপনার একাউন্ট খুলতে পারবেন এবং নানা ধরনের কনটেন্ট তৈরী করতে পারবেন। আপনার তৈরীকৃত কনটেন্ট মানসম্মত হলে সেটা সাইট কতৃপক্ষ প্রকাশ করবে এবং আপনার কনটেন্টটি সবাই দেখতে পারবে।

Talk Doctor Online in Bissoy App
Unknown

Call

না, আপনি নিজের নামে উইকিপিডিয়া পেজ খুলতে পারবেননা। যদি খোলেন তাহলে কিছু সময় পর উইকি মডারেটররা সেটি মুছে দিবে।

কেবলমাত্র যথোপযুক্ত তথ্যসূত্র উল্লেখ করে কোনো পপুলার ব্যাক্তি, স্থান, প্রতিষ্ঠান বা অন্যান্য বিষয়ের উপর খোলা পেজই গ্রহণযোগ্য।

তবে উইকিপিডিয়ায় রেজিস্ট্রেশন করে আপনি একটি ব্যবহারকারী পেজ তৈরি করতে পারবেন, কিন্তু এটি উইকি সার্চে প্রদর্শিত হবেনা।

Talk Doctor Online in Bissoy App