Smart phone থেকে কিভাবে computer এ Internet ব্যাবহার করবো আমার মডেম নাই।Smart phone থেকে সিম না খুলে computer এ Internet ব্যাবহার করতে চাই,কি কি লাগবে ভাই? 


Share with your friends
Call

আপনি স্মার্টফোনের মধ্যে দেখবেন একটা অপশন আছে Mobile Hotspot এই অপশনটা চালু করে আপনার কম্পিউটারের ওয়াইফাই অপশনে গিয়ে আপনার ফোনের সঙ্গে কানেক্ট করে আপনি ইন্টারনেট চালাতে পারবেন। এই ক্ষেত্রে আপনার ফোনটি ওয়াইফাই হোস্ট/রাউটার হিসেবে কাজ করবে।

Talk Doctor Online in Bissoy App
Call

USB ক্যাবল থাকলে তা দিয়ে পারবেন। ১. ইউএসবি ক্যাবল দিয়ে মোবাইলকে পিসিতে কানেক্ট করুন। ২. মোবাইলের সেটিংস >thetering and mobile hotspot> usb tethering এ যান। ৩. usb terhering এর বক্সটা আছে তাতে ক্লিক করুন। ৪. আপনার মোবাইলের ডাটা কানেক্শন অন করুন। ব্যাস আরামছে চালান।

Talk Doctor Online in Bissoy App