Call

পরার সময় মোবাইল কাছে রাখবেন না। প্রয়োজনে আপনি আপনার মা এর কাছে মোবাইল জমা দিন এবং পরা শেষ হলে পরে আবার চেয়ে নিবেন। আর গনিত বিষয়টা পারলে যেমন সহজ না পারলে তেমনি কঠিন। এই বিষঢা অনেকটাই নির্ভর করে চর্চার উপর। বেশি বেশি করে অঙ্ক করুন বইয়ের উদাহরন দেখুন আর যেটা বুঝতে পারেন নি স্যারের কাছে গিয়ে বলুন বুঝিয়ে দিবে। আর সবচেয়ে বেশি ভালো হয় ফ্রেন্টদের কাছে কুঝিয়ে নেওয়া।আপনি সহজেই তাদের কাছে বুঝতে পারবেন। আর কম্পক্ষে ৮ ঘন্টা পড়া উচিৎ।তা না হলে ভবিষ্যতে ভালো কিছু করা খুবই কষ্টকর হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সামনে আপনার SSC পরীক্ষা। তাই আমার মতে আপনার এখন মোবাইল না চালানোটাই ভাল। যদি চালাতেই হয় তবে সাধারণ মোবাইল ব্যবহার করুন। পরীক্ষার পর না হয় স্মার্ট ফোন চালাবেন। কেননা আপনার প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা আপনার সামনে। এটাতে ভাল করতে পারলে পরেরটিতেও ভাল করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Manik Raj

Call

দেখুন এটা সম্পুর্ন নির্ভর করে নিজের কাছেই,আপনি যদি "mobile" অতিরিক্ত চালানও পরিহার না করুন তাহলে আমরা যতই বলি কেন কাজ হবে না,আমারা শুধু আপনাকে সু-পরামর্শই দিতে পারব,আপনি যতটুকু পারেন মবাইল অল্প উইজ করুন,নিজেকে নিজেই নিয়ন্ত্রন করুন,আর গনিত সবজেটটা যত কটিন মনে হয় আসলে এত কটিন না, আবার বঝলে একদম সহজ,আপনি এটা বেশি করে প্রাইভেট পরুন তাহলে খুব সহজেই বঝতে পারবেন,এবং প্রতিনিয়ত আপনি নিজেও চর্যা করবেন,আপনি প্রতিদিন অল্প হলেও ৬ থেকে ৭ গন্টা পরার চেস্টা করুন,তারপর আস্তে আস্তে অতিরিক্ত আরেক টুকু টাইম বারানর চেস্টা করবেন,

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ