টরেন্ট কি? এই সাইটগুলো থেকে কিভাবে ডাউনলোড করা যায়? এই সাইট থেকে ডাউনলোড করা ফাইলগুলো পিসিতে কিভাবে ব্যাবহার করবো?

আর সবথেকে বড় কথা-

টরেন্ট মুভি ডাউনলোড দিলে মাত্র ১৫-২০kb সাইজ আসে কেন? এবং ওপেন হয় না ।

সোজা কথায় যদি কেউ টরেন্ট সম্পর্কে বিস্তারিত জানাতেন, তাহলে খুব উপকৃত হতাম ।


Share with your friends

Call

টরেন্ট কি?
আমরা অনলাইনের মাধ্যমে যে ফাইলগুলো ডাউনলোড করি তা সাধারণত কোন অনলাইন সার্ভারে আপলোড বা জমা থাকে। ঐ সার্ভারগুলো চব্বিশ ঘন্টাই খোলা থাকে। তাই আমরা যেকোন মূহুর্তে ঐ সাইট থেকে ডাউনলোড করতে পারি। কিন্তু Torrent ফাইলগুলো কোন অনলাইন সার্ভারে আপলোড করা থাকে না। বরং তা থাকে কারো পিসিতে। আর ঐ পিসি থেকে আপনি যখন তার ফাইলটা ডাউনলোড করবেন তখন তাকে বলে টরেন্ট ডাউনলোড। 
বিষয়টা অনেকটা পিসি শেয়ারিং এর মত। একই নেটওয়ার্কে থাকা দুটো পিসি যেমন একটি থেকে আরেকটি ফাইল গ্রহণ করতে পারে টরেন্টের বিষয়টাও একই রকম।

কিভাবে ডাউনলোড করা যায়?
সাধারণ ডাউনলোড আর টরেন্ট ডাউনলোডের মধ্যে পার্থক্য আছে। টরেন্ট ফাইল ডাউনলোড করতে হলে আগে ওই টরেন্ট ফাইলের (অর্থাৎ, গেম, মুভি, সফটওয়্যার ইত্যাদি) একটি টরেন্ট লিংক টরেন্ট সাইট থেকে ডাউনলোড করতে হয়। তারপর টরেন্ট ডাউনলোডার দিয়ে টরেন্ট ফাইলটি ডাউনলোড করতে হয়।

টরেন্ট ডাউনলোড সাইট:
নিচের টরেন্ট ডাউনলোড সাইট থেকে আপনার কাক্ষিত ফাইলটি পেতে পারেন। 

  1. http://torrentz.eu
  2. http://extratorrent.cc
  3. http://seedpeer.eu

এর জন্য ওই সাইটের সার্চ বক্সে ফাইলের নাম লিখে সার্চ দিন। তারপর যে রেজাল্ট শো করবে, সেখান থেকে সবচেয়ে উপরের ফাইল (অর্থাৎ যার Peer সবচেয়ে বেশি) সেটি ডাউনলোড করুন। এবার নিচের যেকোন টরেন্ট ডাউনলোডার দিয়ে আপনার কাক্ষিত ফাইলটি ডাউনলোড করে নিন।

টরেন্ট ডাউনলোডার:
নিচের টরেন্ট ডাউনলোডারগুলির সাহায্যে টরেন্ট ফাইল ডাউনলোড করতে পারবেন:

  1. Bit torrent
  2. Tixati
  3. uTorrent
  4. Vuze
  5. Bitcomet
  6. FDM

১৫-২০kb সাইজ আসে কেন?
Peer কম থাকলে স্পীড কম হয় ।

সতর্কতা:
যেহেতো ফাইলগুলো অন্য কোন ইউজারের পিসি থেকে আসছে, তার পিসিতে ভাইরাস থাকলে সে ফাইলের সাথে আপনার পিসিতেও ভাইরাস আক্রমন করতে পারে। এরজন্য ভাল এন্টিভাইরাস সফটওয়্যার ব্যাবহার করুন। এন্টি ভাইরাস নিয়মিত আপডেট করুন এবং সে সময় এন্টিবাইরাস এনাবল রাখুন।

তথ্য সূত্র: 

  1. http://kamrulcox.blogspot.nl/2011/11/blog-post_22.html
  2. http://projuktirmela.blogspot.nl/2013/06/what-is-torrent-how-it-work-benifit-etc.html
  3. http://www.somewhereinblog.net/blog/Nazirblog/28937149
Talk Doctor Online in Bissoy App