Call

wi-fi ("wireless fidelity") হল এক ধরনের আধুনিক উচ্চক্ষমতা সম্পন্ন তারহীন যোগাযোগ (নেটওয়ার্ক) ব্যাবস্থা, যার মাধ্যমে আপনি সহজেই তথ্য আদান প্রদান করতে পারেন অনেক দ্রুত গতিতে। wi-fi এর সাহায্যে ইন্টারনেট সংযুক্ত করে ব্যাবহার করতে পারেন তারহীন ইন্টারনেট। যদি কারো মোবাইল ফোন বা ল্যাপটপে Wi-Fi এডাপটার থাকে, তবে এটি যে কোন Wi-Fi নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত হতে পারবে। 

ওয়াইফাই করতে আপনার যা লাগবেঃ

১। ব্রডব্যান্ড কানেকশান।(৬ জন ব্যাবহার করলে ৩২০ কেবি যথেষ্ট)

২। ওয়াইফাই রাওটার।(বিভিন্ন দাম এবং রেঞ্জে পাওয়া যায়)

৩। কনফিগারেশান।(ইউজার ম্যানুয়াল দেখেই করা যায়।অথবা আপনার কানেকশান যে দিবে সেই করে দিবে )

১২০০ টাকা থেকে ৩০০০ টাকার মধ্যে যে কোন রাউটার কিনতে পাবেন। 

Talk Doctor Online in Bissoy App