SharwarAlamAlvi

SharwarAlamAlvi

0 Views
Rated 5 / 5 based on 0 reviews

SharwarAlamAlvi

  • Not Specified | |

Chamber

Services

Work Experience

Skills

Language

Training

Education

প্রশ্ন-উত্তর সমূহ 138.94k বার দেখা হয়েছে | এই মাসে 138.94k বার
6 টি প্রশ্ন দেখা হয়েছে 29.50k বার
63 টি উত্তর দেখা হয়েছে 109.44k বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Blogs

Recent Q&A

খেলতে খেলতে শিখি শেখাইঃ আজকের বিষয় "সালাত বা নামাজ"। কতটা জানেন?

খেলতে খেলতে শিখি শেখাই বিস্ময় ডট কমের নতুন সংযোজন। এ বিভাগে আমরা প্রতিদিন একটি নতুন বিষয় ঠিক করে দেব। এবং বিস্ময় ডট কমের সকল সদস্য সে বিষয়ে নিজে যা জানেন তা উত্তর দেবেন। এতে করেঃ

১। কোন একটি নির্ধারিত বিষয়ে সকল সদস্যের জ্ঞ্যান একত্রিত হবে। 

২। সেই বিষয়ের একটি তথ্য ভান্ডার তৈরী হবে। 

৩। একে অন্যের সাথে জ্ঞ্যান ভাগ করার সুযোগ তৈরী হবে। 

৪। নিজে যা জানি অন্যদের জানাতে পারবো এবং অন্যরা যা জানেন তাও জানতে পারবো। 

 

লক্ষ্যনীয়ঃ 

১। এ বিভাগে কোনভাবেই কপিপেস্ট গ্রহনযোগ্য নয়। 

২। একজন ব্যাবহারকারী যতগুলো উত্তর ই দিন, একটি প্রশ্নে একটি উত্তরের ই বোনাস পয়েন্ট পাবেন। 

 

আজকের বিষয় সালাত বা নামাজ। পবিত্র ইসলামের মুল স্তম্ভ গুলোর একটা। আর এ বিষয়ে আপনি যা জানেন জানান অন্যদের। সালাতের ফরজ, নফল, সালাত সম্পর্কিত কুরআন এর আয়াত, হাদিস। সালাত সম্পর্কিত ঘটনা, ইত্যাদি। সেই সাথে এ নিয়ে আপনার কিছু জানার থাকলে প্রশ্ন করুন, অন্যরা সাহায্য করবেন। 

0 likes | 3148 views

বিয়ারিং এর কোড নাম্বার দিয়ে বিয়ারিং চিনার উপায় বা পদ্ধতি কি?

0 likes | 6384 views

প্রস্তুতি সভাই উপস্থিত হওয়ার জন্য কি লিখে চিঠি প্রেরণ করা যেতে পারে?

একটি ক্লাবের উদ্যোগে ইসলামি মহাসম্মেলন/সীরাতুন্নবী (সা:) মাহফিলের আয়োজন করতে চাচ্ছি।এই ব্যাপারে এলাকার মুরব্বী,গণ্যমান্য ব্যক্তি,সমাজসেবকগণ,মেম্বার,চেয়ারম্যান ও সকল শ্রেণীর মানুষদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া খুবই দরকার।সবাইকে নিয়ে একদিন একটি প্রস্তুতি সভার আয়োজন করে সবার মতামত ও পরামর্শ নিতে চাওয়াটি যুক্তিসংগত।এখন এই প্রস্তুতি সভায় সবাইকে উপস্তিত হয়ে পরামর্শ দানের জন্য সবাইকেই দাওয়াতি চিঠি প্রেরণ করতে চাচ্ছি।এই চিঠিটা কেমন হবে?বিষয়বস্তু কি হতে পারে বা চিঠিতে কি লিখলে ভালো হয়? 0 likes | 2780 views

আমি আমার gf এর সাথে কালকে দ্বিতীয় বারের মত ডেটিং করতে যাচ্ছি। কিন্তু আমি খুবই nervous, আমার খুবই ভয় লাগছে। আমি কি ধরনের dress পরে যাব, কি ধরনের কথা বলবো তার সাথে ইত্যাদি ভাবতে ভাবতে আমি শেষ। pls একটু বলেদিন আমার present টা কেমন হবে...?

0 likes | 2988 views

Youtube এ সম্মেলনটি কিভাবে সরাসরি সম্প্রচার করতে পারি?

আগামী মাসের প্রথম দিকে মহল্লা কমিটির উদ্যোগে বিশাল ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে।প্রধান বক্তাগণ আসবেন মক্কা ও মদিনা থেকে বিশেষ বক্তাগণ আমাদের দেশেরই।যেহেতু বিশাল আয়োজন ও বক্তাগণও ভালো তাই চাচ্ছি সম্পূর্ণ মাহফিলটি youtube এ সরাসরি সম্প্রচার করবো।কিন্তু কিভাবে এর আয়োজন হতে পারে এবং খরচ কিরূপ হতে পারে?এই ব্যাপারে বিস্তারিত জানতে চাচ্ছি। 0 likes | 2583 views

পদত্যাগ পত্রটি কিভাবে লিখতে পারি?

আমি একটি সামাজিক সংগঠন(ক্লাব) এর অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছি প্রায় ৪ বছর।কিন্তু পারিবারিক ব্যস্ততার কারণে এখন আমার পক্ষ্যে আর দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে নাহ।এখন সিদ্ধান্ত নিলাম পদত্যাগ করবো।তবে পদত্যাগ পত্রটি কিভাবে লিখবো বা কার বরাবর লিখবো তা বোধগম্য হচ্ছে নাহ।এই ব্যাপারে মতামত আশা করছি। উল্লেখ্য যে,ক্লাবের কমিটিতে মোট দায়িত্বশীল ২৫ জন এবং সাধারণ সদস্য ৩৫০ জনের বেশি। 0 likes | 27043 views

বাংলাদেশের জাতীয় পরিচয় পত্র ( ভোটার আইডি কার্ড) সম্পর্কে আমার প্রশ্নটা?

আমি এখনও ভোটার আইডি কার্ড হাতে পায় নি, গত ১৯/১১/১৫ তারিখে ভোটার আইডি কার্ড বানানোর জন্য ইউনিয়ন পরিষদে হাতের ছাপ, ছবি, আমার জন্ম নিবন্দন ইত্যাদি ডিটেল্স নিয়ে যায়, এবং আমাকে একটি নিবন্দন স্লিপ দেয়। আমার প্রশ্নটা হল আমি ভোটার আইডি কার্ড হাতে কবে পাব ???? আমার কাছে থাকা স্লিপে শুধু উপস্থির তারিখ লেখা আছে, কবে কার্ড পাব সেটা লেখা নেই। Plz কেউ জানলে উত্তর দিন। 0 likes | 3786 views

বন্ধ করতে আমিও চায়।এর জন্য গত একমাস তাকে ব্লক দিয়েছি।কিন্তু এভাবে চলতে পারে না।Perfect ending চায়?

আমিই যোগাযোগ বন্ধ করতে চায়।কিন্তু তাকে বুঝাতেই পারছি না।

0 likes | 2960 views

মেয়েটির সাথে এখন যোগাযোগ রাখাটা কি ঠিক হবে?

একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক পড়াশোনা করছি।আমার বয়স ২৪।একটি হিন্দু মেয়ের সাথে প্রায় আড়াই বছর relation continue করি।সে আইন বিভাগে পড়াশোনা করছে এবং আমার দেড় বছরের ছোট।নিজের পায়ে নিজে দাড়াতে পারিনি বিধায় তাকে বিয়ে করতে পারিনি।এই বছরের এপ্রিলে তার বিয়ে হয়ে যায়।তখন অনেক কষ্ট হয়েছে নিজেকে সামলে নিতে,নিজের মনকে মানাতে।চোখের সামনে দিয়ে তার বিয়ে হয়ে গেলো।কিছুই করার ছিলো না আমার।
এখন মেয়েটি আমার সাথে যোগাযোগ করতে চায়।গত সাতমাসে আমি নিজের কষ্ট বুঝাতে কিংবা অন্য কোন কারণেও তাকে একটি ফোনও দিয়নি।কিন্তু সে আমাকে প্রতিদিন ফোন দেয়,ফিলিং শেয়ার করতে চায় আমার সাথে।আমি যদি বলি:তোমার বিয়ে হয়েছে,আমাকে ফোন দিয়ে কি আগের সবকিছু মনে করিয়ে দিতে চাও?আমাকে কষ্ট দিতে চাও?।সে বলে,"আমি বিয়ে করলেও, এখনো তোমাকেই ভালোবাসি","একটু কষ্ট হলেও আমার সাথে কথা বলো"।আমাকে সে এইসব বলে।

কিন্তু আমি চায়না তার সাথে আমার যোগাযোগ থাকুক।এতে আমাদের দুজনেরই ক্ষতি হতে পারে।এছাড়া ও যদি আমার সাথে কথা বলে নিজেকে কন্ট্রোল করতে পারি না।মন চায় তার কাছে ছুটে যেতে কিংবা সে আমার কাছে চলে আসুক।জানি,এইসব আমার আবেগ ছাড়া অন্য কিছু নাহ।
ভালোবাসলে যে তাকে পাবোই,এই ভেবে তাকে ভালোবাসিনি।মন উজাড় করে ভালোবেসেও ত্যাগ দিলাম।কিন্তু শেষ মুহূর্তে এইসব আর সহ্য করতে পারছি না।
0 likes | 2935 views

পুরাতন প্রেমের স্মৃতি ভুলে যাবার উপাই কি?

0 likes | 20041 views