Junait

Call

এই সমস্যা সমাধানে প্রথমে অভ্র কি-বোর্ডের সেটিংস 

থেকে options-এ যেতে হবে। এখানে যে উইন্ডো

 আসবে তার বাম পাশ থেকে Local/Language 

অপশনটি ক্লিক করতে হবে। এরপর Automatically

 Change ‘input locale’ (input language) with

 keyboard mode লেখাটিতে টিক চিহ্ন দেওয়া থাকলে

 তা উঠিয়ে দিতে হবে। এরপর ok করে দিতে হবে। 

কম্পিউটারে ভাইরাসের আক্রমণ, র‍্যাম কম কিংবা 

সি-ড্রাইভে জায়গা কম থাকার কারণেও অভ্র হ্যাং হতে

 পারে। এ ক্ষেত্রে সুনির্দিষ্ট কারণটি চিহ্নিত করে

 যথাযথ ব্যবস্থা নিতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ