আপনার ফেসবুক আইডি খোলার পর দেখতে পাবেন, লেখা আছে- creat page, এখানে ক্লিক করে পরবর্তী ধাপগুলো অনুসরণ করে পেজ খুলতে পারবেন । আর আপনার লেখাটা যদি মান সম্পন্ন,যুগোপযোগী হয় তাহলে অটোমেটিক হাজার মানুষ আপনার পেজে লাইক করবে । এটার জন্য কোনো টেনশন করকে হবে না ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

পেইজ তৈরির জন্য বিভিন্ন ব্রাউজার থেকে বিভিন্ন রকম তবে সাধারণ পেইজে ক্লিক করলে তার নিচেই Create Page লিখা থাকা। আপনার ব্রাউজার কোনটি সেটি বলবেন আমি বিস্তারিত বলে দিব। আর পেইজে লাইক পাওয়ার জন্য বেশ কয়েকটি কাজ করতে হয়। প্রথমে আপনি আপনার পেইজে ভালো ভালো পোস্ট করুন তারপর আপনি আপনার ফ্রেন্ডদের ইনভাইট করুন। আর আপনার পেইজের পোস্টগুলো শেয়ার করুন। তবে আপনার পেইজের পোস্টগুলো গুণগত মানের হতে হবে সেই সাথে আপনার পেইজে প্রতিদিন কমপক্ষে ৫-১০ টি পোস্ট থাকা আবশ্যক । আর পেইজের পোস্টগুলো নিজে সুন্দর করে লিখবেন। আপনি যদি কোন জায়গা থেকে কপি করে পোস্ট করেন তবে সেইটার মান কমে যাবে। আর আপনি পোস্টের সাথে একটি ছবি দেওয়ার চেষ্টা করুন। প্রথমেই পেইজের সুন্দর একটা নাম টিক করুন আর সেই নাম অনুযায়ী পোস্ট করুন । তবে আপনার পেইজের প্রতি আকৃষ্ট হবে ভিজিটরা। এছাড়াও লাইক বৃদ্ধি করার জন্য ডলার দিয়ে পেইজ প্রমোটের মাধ্যমে স্পন্সার করে লাইক বৃদ্ধি করতে পারেন। আরো কিছু জানার থাকলে মন্তব্য করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ