Call

আপনার ২ কপি নমিনির ১ কপি ছবি।

আপনার এবং নমিনির ভোটার আইড়ির ফটো কপি ।

অনেক ব্যাংক বিদ্যুত,পানি,টেলিফোন অথবা গ্যাস বিলের  ফটো কপি চায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Unknown

Call

বাংলাদেশ সরকারি অথবা বেসরকারি ব্যাংকে একাউন্ট করতে আপনার প্রথমে প্রয়োজন হবে

  1. জাতীয় পরিচয় পত্র
  2. আপনার দুই কপি ছবি
  3. আপনার নমিনির ছবি (নমিনি হলো যে আপনার মৃত্যুর পর আপনার অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ করবে এবং আপনাাার সঞ্চিত সম্পত্তির মালিক হবে।)
  4. স্টুডেন্ট আইডি কার্ড (যদি আপনি স্টুডেন্ট সেভিংস একাউন্ট করেন তবে এ ক্ষেত্রে প্রযোজ্য)
  5. ইউটিলিটি বিলের কাগজ (ইউটিলিটি বিল হল আপনার বাড়ির বিদ্যুৎ বিল/গ্যাাাাস বিলের কাগজ পত্র । ইউটিলিটি বিলের কাগজ সকল ব্যাংকের জন্য প্রযোজ্য নয়।)

লেনদেনের উপর ভিত্তি করে সকল ব্যাংকের অ্যাকাউন্ট ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে। এর মধ্যে কমন হলো:
  1. সেভিংস একাউন্ট (savings account)
  2. স্টুডেন্ট সেভিংস একাউন্ট (student savings account)

আপনার বয়স যেহেতু ২২ এবং যদি আপনি ছাত্র হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট সেভিংস একাউন্টে আপনি অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের স্টুডেন্ট মুদারাবা সঞ্চয়ী হিসাব এর কিছু সুবিধার মধ্যে অন্যতম হলো ফ্রী এটিএম সার্ভিস।
আপনি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এজেন্ট শাখা অথবা প্রধান শাখা থেকে ইসলামী ব্যাংকের স্টুডেন্ট মুদারাবা সঞ্চয়ী হিসাব খুলতে পারেন।

এছাড়াও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড জনগণের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে সেলফিন নামক একটি অ্যাপ্লিকেশন এর মাধ্যমে তাদের সকল সেবা দিয়ে থাকে।
সেলফিন শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশনের নয় এটি একটি ক্ষুদ্র ব্যাংক বলা যেতে পারে।
সেলফিন অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সব ধরনের একাউন্ট খুলতে পারবেন।
এছাড়া ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং এম ক্যাশ একাউন্ট খুলতে পারবেন।
এই অ্যাপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে আপনি দেশের যেকোনো ব্যাংকের একাউন্টে মানি ট্রান্সফার করতে পারবেন।
সেলফিন একাউন্টে ফ্রী ভার্চুয়াল কার্ড রয়েছে যা ব্যবহার করে আপনি সহজেই বিকাশ রকেট অথবা যে কোন মোবাইল ব্যাংকিং একাউন্ট টাকা আনতে পারবেন।






ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ