Call

ওয়েব সাইট খুলতে

অনেক কিছুর প্রয়োজন

হয়।বিভিন্ন পদ্ধতিতে

বিভিন্ন সাইট থেকে ফ্রী ওয়েব

সাইটও খোলা যায়।নিচে কয়েকটি

ওয়েব সাইটের লিংক দেয়া

হলো।

www.wapka.com,,www.wordpress.com,,www.amarblog.com,,www.mywapblog.com,,www.blogger.com

যেকোন ওয়েব সাইট খুলতে হলে

প্রথমত, আপনার ইমেল আইডি থাকতে

হবে।

দ্বিতীয়ত,আপনি যে সাইট থেকে

ওয়েব সাইট খুলতে চান সে সাইট

টিতে ভিসিট করে Sing up করে

আপনার প্রয়োজনীয় সকল তথ্য সঠিক

ভাবে বসিয়ে Registration  করতে

হবে।

রেজিস্ট্রেশন সফল হলে আপনি

আপনার সাইটটি আপনার মন মত

ডিজাইন করে বানিয়ে নিতে

পারবেন।

বিঃ দ্রঃ উপরের যে ৫টি লিংক

দেয়া আছে সেগুলো থেকে ফ্রী

ওয়েব সাইট খুলতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App

ওয়েব সাইট বা ব্লগ সাইট তৈরি করতে হলে সর্বপ্রথম আপনার একটি ইমেল একাউন্ট দরকার (জি মেইলে হলে ভালো হয়) একাউন্ট না থাকলে এক্ষনি করে নিনRegisterএর পর আর যা, যা লাগবে তা কিন্তু আপনাদর আছে, আপনি জানেন কি যে আপনি যদি চান একটা এন্ডয়েড মোবাইল দিয়েই সাইট তৈরি করতে পারবেন অনায়েষে। আপনাদের এখন যা করতে হবে, আপনি ভাবুন তো যে আপনি কাদের সাইটে Account খুলবেন ফ্রিতে এই সার্ভিসটি অনেক গুলো ওয়েব সাইট দিয়ে থাকে, এ ব্যপারে আপনি গুগল সার্চ করলে আরো অনেক সুন্দর ভাবে বুঝতে হবে। যাই হোক কাজের কথায় আসি আমি নিচে কিছুএরকম সাইটের ঠিকানা আপনাদের দিলাম।WordPressBloggerWeeblyJimdoWaptenBlogইত্যাদি আরো বিভিন্ন আছে তবে এদের মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে বেশী ব্যবহারকারী, জনপ্রিয়তার শির্ষে আছে WordPress.এখেেএ গুগলের বিক্ষাত Blogspot.com কে কিন্তু তার দ্বিতীয় স্থান ছেরে দিতে হবেই।যাইহোক আমি আজকে আপনাদেরএই দুইটা সাইটে Website খোলারনিয়ম দেখাচ্ছি।প্রথমেই আসুন WordPress এর নিয়ম। আপনি www.wordpress.com লিখে ভালো একটি Browser দিয়ে ঢুকুন। Browser সবচেয়ে Google Chrome হলে ভালো হয়। এরপর আপনি WordPress এর হোমপেজেই লেখা দেখতে পারবেনCreate a free Website ওখানে আপনি একটি User name বসান এবং আপনার সাইটে প্রবেশ এর জন্য একটি Pass code বসান তারপর  আপনার সাইটের ঠিকানা, আপনার G mail I'd আরো যা যা লাগবে আপনি পুরন করে সাবমিট করুন ব্যাস ৫ মিনিটের ভিতর কমপ্লিট। এক্ষনি করার জন্যক্লিক করুণএবার আসুন Blogger থেকে তৈরি  করার নিয়ম টা জেনে নেই, প্রথমেই আপনাকে blogger.com লিখে ঢুকতে হবে, যে পেজটা আসবে তাতে আপনার Gmail I'd এবংএর পাসওয়াডর্ বসাবেন এরপরে আপনাকে নিয়ে যাবে যে পেজটাতে সেখানে আপনি আপনার ব্লগের  ঠিকানা বসাবেন যদি তারা এটা বৈধ মনে করে তাহলে টিক চিহ্ন দেখতে পাবেন তারপর সেভ লেখা যায়গায় ক্লিক করেন এরপর ভালো একটি টেমপ্লেট Apply করে দিন ব্যাস কাজ শেষ। এবার আপনি Dashboard এ গিয়ে পোষ্ট এর উপর ক্লিক করে একটি নতুন স্ট্যাটাস দিবেন যে রকম ফেসবুক বা সোসাল সাইট গুলুতে দেন সে ভাবে।Example : hello everyone it's my new site thanks for staying here.এরপরে আপনি ওই Browser থেকে বেরিয়ে অন্য একটা Browser দিয়ে আপনার সাইটের ঠিকানা বসিয়ে সার্চ দিন দেখবেন সহজেই চলে এসেছে আপনার তৈরিকৃত ওয়েবসাইটটি এক্ষনি শুরু করতে

Talk Doctor Online in Bissoy App
zaramobile

Call

ওয়েব সাইট খুলতে হলে প্রথমে goodady or namecheap.com এ আপনার ডোমাইন নেম কিনতে হবে তারপর হোস্টিং কিনতে হবে,

you can view more click here

Talk Doctor Online in Bissoy App