Yakub Ali

Call

আধা কাপ গোলাপজল, এক চা চামচ অ্যালোভেরার রস, দুই টেবিল চামচ শসার রস ও এক চা চামচ ল্যাভেন্ডার অয়েল। গোলাপজল ত্বকের ময়লা-ধুলাবালি পরিষ্কার করে ত্বককে জীবাণুমুক্ত করে। আর অ্যালোভেরার রসে অ্যান্টিপ্রদাহজনক উপাদান রয়েছে, যা ত্বককে ঠান্ডা রাখে। অন্যদিকে শসার রস সারা দিনের ক্লান্তি ভাব দূর করে ত্বককে উজ্জ্বল করে। এ ছাড়া এটি ত্বকের পানিশূন্যতা দূর করে ত্বককে সতেজ রাখে। আর ল্যাভেন্ডার অয়েল ত্বক ও মস্তিষ্কে অ্যারোমার কাজ করে।

প্রথমে শসা ব্লেন্ড করে এর রস বের করে নিন। এবার একটি বাটিতে শসার রস, গোলাপজল, অ্যালোভেরার রস ও ল্যাভেন্ডার অয়েল একসঙ্গে মিশিয়ে একটি বোতলে ভরে রাখুন। এই বোতল এক ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। এবার এই রস মুখে ও ঘাড়ে লাগিয়ে দুই মিনিট হালকাভাবে ম্যাসাজ করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন, এক নিমেষেই আপনার ক্লান্ত ত্বক সতেজ ও মসৃণ হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

চোখের আশেপাশে বা চোখের নিচে

কালো দাগ দূর করতে পুদিনার পাতা বেটে সপ্তাহে

কমপক্ষে ২বার ব্যাবহার করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ