না, একথা সত্য নয়। ভগবান কখনো ভুল করেন না। ভুল করে মানুষ। ভগবান যদি ভুল করেন তাহলে ভগবানই হতে পারবেন না। উনার কখনো ভুল হয়না বলেই উনি ভগবান। আমরা ভুল করি বলেই ভগবানের কাছে ক্ষমা চাই। ভগবান সকলের মঙ্গল করেন। উনি কখনো ভুল করেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ধন্যবাদ ভাইয়া একটা সুন্দর প্রশ্ন করার জন্য।

সৃষ্টি কর্তা কখনো ত্রুটি যুক্ত হতে পারেন না।

আপনি আকাশ, মাটি, সাগর, পাহাড়, প্রকৃতি, জীব-জন্তু, প্রানীকুলের দিকে তাকিয়ে দেখেন কোন ত্রুটি খুজে পান কিনা?

না পাবেন না!

 সূর্য প্রতিদিন পূর্ব দিকেই উঠে ভুল করে একদিন অন্য দিকেও উঠতে পারতো।

আমাদের হিন্দু ভাইয়েরা ভগবানকে চিনতেই ভুল করেছেন তাই ভগবান ভুল করেন মনে হয়।

তারা তো ভগবানকে ভারতের প্রধান মন্ত্রীর মতো মনে করে!  তাইতো  পৃথিবীকে  চালাতে তার ৩৩ কোটি দেবতার প্রয়োজন হয়।

ধর্মটায় ত্রুটিতে ভরপুর!

গরুকে মা মনে করেন তাইতো মায়ের মাংস খায় না। অথচ মায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে সাচ্ছন্দ্যে ব্যবহার করছেন। আর গরু মা হলে তো ষাড় তাদের বাবা!  তাহলে বাবাকে অস্বীকার করেন কেন?

দেবতা যদি লুকিয়ে লুকিয়ে মেয়েদের গোসল দেখতে পারেন! নষ্টামী করতে পারেন!  তাহলে মানুষ করলে তা কেন অপরাধ হয়???

ঈশ্বর অবশ্যই ত্রুটি মুক্ত। তিনি সকল কিছুর উর্ধে। তিনি সুপার পাওয়ারফুল! সকল শক্তিই তার নিকট পরাস্থ! তিনি এক, অনাদি, অনন্ত্য।

ধন্যবাদ।।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আমাদের একটা কথা মানতে হবে যে সৃষ্টিকর্তা যা করে তা ভালর জন্যই করে।

আসলে কারো মঙ্গলের জন্য ভুল কথা বলে থাকেন।

আপনার একটা মিথ্যা কথার কারনে যদি কারো জিবন বেঁচে যায়, তাহলে সেটা ১০ টা সত্য কথার থেকেও বেশি পূন্য অর্জন করবেন। ওইখানে সেই কাজটাই করা হয়েছে। কিন্তু এটা কোন ভাল মানুষের জন্য। খারাপ লোকদের জন্য নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ