৩২ বিটের সফটওয়্যার ৬৪ বিটের পিসিতে চলে। কিন্তু ৬৪ বিটের সফটওয়্যার ৩২ বিটে ইনস্টল হবে না।

বি.দ্র.: অধিকাংশ অ্যাপ্লিকেশনই উভয় বিটে চলার ক্ষমতা রাখে।

আপনার কম্পিউটারের বিট জানার জন্য My Computer অথবা যদি Windows 10 হয় তবে This PC -তে রাইট বাটন ক্লিক করে Properties-এ ক্লিক করুন (নিচের চিত্রের ন্যায়)।

image

বিশেষ কিছু সফটওয়্যার আছে যেগুলো গ্রাফিক্যাল বা অন্যান্য আলাদা আলাদা বিটের জন্য তৈরি করা হয়। সেক্ষেত্রে সফটওয়্যারেই উল্লেখ থাকবে।

কি কি সফটওয়্যার সম্পর্কে জানতে চান তা নির্দিষ্ট করে বললে ভালো হতো।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ