আমার পিসি খুব স্লো হয়ে গেছে। safe mode এ চালু করে সফ্টওয়ার সব আনইন্স্টল করে দিয়েছি। c cleaner দিয়ে ক্লিন করেছি। হার্ডডিস্ক থেকে আরো ১০ জিবি ফাইল মুছে দিয়েছি। তবুও স্লো হয়ে আছে। এমনকি safe mode এ চালু করলেও স্লো থাকে। কিভাবে ফাস্ট করব ?
Share with your friends

প্রথমে জানতে হবে পিসি স্লো অর্থাত্‍, এই সমস্যা যেসব কারণে হয়ঃ ১। কোন প্রোগ্রাম আনইনষ্টল করার পর পিসিতে রেজিস্ট্রি ফাইল থেকে গেলে। ২। বেশী পরিমাণে নেট ব্যবহারের ফলে অপ্রয়োজনীয় ফাইল গুলো জমা হতে থাকলে। ৩। রেজি গড়মিল হলে বা অপ্রয়োজনীয় বাগ্ জমা হলে ৪। Ram অপটিমাইজ না করার ফলে। ৫। অপ্রয়োজনীয় ফাইল যেমন- Temp, %temp%, inf, prefetch ইত্যাদি ফাইল জমা হলে। ৭। হার্ড ডিস্ক ফ্রাগমেন্টেড হয়ে পড়লে। উপরিক্ত সমস্যাবলীর সমাধানে আমরা বিভিন্ন প্রকার রেজি সফটওয়্যার ব্যবহার করে থাকি। যেমন- C cleaner, Glary utilities, Quickheal cleaner, registry cleaner, Ausologic Booster, My faster pc, wise cleaner ইত্যাদি। এই সফটওয়্যারগুলো মোটামুটি কাজ একই। তবে কিছুটা ভিন্ন আছে "Glary utilities" এই সফ্টওয়্যারটি। এর সাইজ কম হলেও মোটামুটি ভালই কাজে দেবে। আপনি এই সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে দেখতে পারেন। আশা করি আপনার সমস্যা দূর হবে। সফটওয়্যারটির ডাউনলোড লিংক=> http://glarysoft.com/glary-utilities/download/

Talk Doctor Online in Bissoy App