আমি উইন্ডোজ সেটাপ দেওয়ার সময় যে পাসওয়ার্ড টি দিছি ভুল হচ্ছে এখন ডেক্সটপ টি on বা start  করতে পারছি না।    এই  জন্য আমি পাসওয়ার্ডটি  ভাংতে চাই সেটা কিভাবে করব । কিভাবে আমি পাসওয়ার্ড টি খুলব সহজ হক আর কঠিন হক আমি নিজে এই কাজটি করতে চাই। কারন আমার তেমন বাজেট নাই যে আমি তা Repair করার জন্য টাকা খরচ করতে পারব বা পিসি সার্ভিসিংয়ের কাছে গিয়ে সমস্যা সমাধান করব ।  দয়া করে বলবেন  কি করে বা কি ভাবে সমাধান টি করব। (আমি উইন্ডোজ ৭ ব্যবহার করি, ডেক্সটপ, ৩২ বিট) 
Share with your friends
Junait

Call

পিসিটি সার্ভিসিং সেন্টারে নেওয়ার কোনো প্রয়োজন নেই।

নিজে নিজেই সমাধান করতে পারবেন। আপনি নতুন করে

windows সেটআপ দিন, তাহলেই সমাধান। অন্য উপায় আছে

সেটাও প্রায় windows সেটআপ করার মতই অর্থ্যত 

লোকালডিক্সের ডাটা সম্পর্ন ডিলিট হয়ে যায় তাই।  নতুন করে

windows সেটআপ দেওয়াটাই বেটার। 

windows সেপআপ এর নিয়ম জানা না থাকলে মন্তব্যে বলুন। 

শিখে যাবেন windows সেটআপ দেওয়া। ধন্যবাদ

Talk Doctor Online in Bissoy App